ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়ায় মাটিবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক কলেজছাত্র সাব্বির আলী (১৮) নিহত হয়েছেন। ঘটনাস্থলে তার মা মিমি বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস রোডে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাটিবাহী ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে গুরুতর আহত কলেজ ছাত্রের মা মিমি বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

নিহত কলেজছাত্র সাব্বির আলী ভাঙ্গা সরকারি কে এম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। 

আরও পড়ুন

শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল সরকার জানান, মোটরসাইকেলযোগে মা ও ছেলে ভাঙ্গা উপজেলার মালিগ্রামের দিকে যাচ্ছিল। সলিলদিয়া নামক স্থানে মোটরসাইকেলটি সার্ভিস রোডে ওঠার পরে শিবচরের দিক থেকে আসা মাটি ভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেলচালক সাব্বির আলী ঘটনাস্থলে নিহত হয় এবং তার মা মিমি বেগম আহত হয়। পরে উত্তেজিত জনতা ড্রাম ট্র্যাকটিতে আগুন ধরিয়ে দেয়। চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবু জাফর জানান, দুপুর ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করে ফিরে আসি। পরে দুপুর ১টা  ৫১ মিনিটের দিকে ট্রাকে আগুন ধরিয়ে দেবার খবর পেয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

মিনিস্টারের অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফারের ব্যাপক সাড়া

মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি

খুলনায় ঘুষ নেওয়ার দায়ে প্রকৌশলীর কারাদণ্ড

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া আটক