ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

আর্জেন্টিনার কাছে হেরে শঙ্কায় ব্রাজিল কোচের চাকরি

আর্জেন্টিনার কাছে হেরে শঙ্কায় ব্রাজিল কোচের চাকরি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ম্যাচ খেলে ফেলেছে ১৬টি, যেখানে ব্রাজিল জিততে পেরেছে মাত্র সাতটিতে। সর্বশেষ হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। সেটিও ৪-১ ব্যবধানে।

নতুন শুরুর কথা বলে যে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল, সেই শুরু এখন পর্যন্ত করতে পারেননি তিনি। তাই ক্রমেই চাপের মুখে পড়ছেন এই ব্রাজিল কোচ। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দরিভালের ছাঁটাই নিয়ে কথা উঠেছে, এমন খবর দিয়েছে ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো। গত নভেম্বরে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচটি দরিভালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেখানে কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল মুখ থুবড়ে পড়েছে। এমন পারফরম্যান্সের পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজের সঙ্গে কোচের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করেছে।

ও গ্লোবো তাদের প্রতিবেদনে লিখেছে, ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা সুখকর নয়। কোচের ওপর যে চাপ আসছে, সেটা জানেন সবাই। চাপ টের পাচ্ছেন দরিভালও। দায়িত্বে নিরাপদ বোধ করছেন কি না, এই প্রশ্নে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এসব আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে।’

এদিকে ব্রাজিলের কোচ হিসেবে আবারও আলোচনায় এসেছে কার্লো আনেচেলত্তির নাম। ২০২৩ সালের জুলাইয়ে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছিল, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। এর পর থেকে ব্রাজিল সমর্থকেরা আনচেলত্তিকেই ভবিষ্যৎ কোচ হিসেবে দেখে আসছিলেন। তবে সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি। সেই নামটি আবার এখন ঘুরেফিরে আসছে।

আরও পড়ুন

গতকাল দ্বিতীয়বারের মতো সিবিএফ সভাপতি হওয়া রদ্রিগেজের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ভাবতে হচ্ছে না। তিনি দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত। গত মেয়াদে দায়িত্বে থাকার সময় তিনিই বেশ কয়েকবার আনচেলত্তির দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। তবে ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা আছে তার। ও গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়ে কাছের মানুষদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি ভিত্তিতে দেশে ফিরলেন শর্মিলা রহমান

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশু নিহত, আহত ২

আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

ঈদের দিন গাজায় ৬৪ জনকে হত্যা করলো ইসরায়েল