ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদুল ফিতরের নামাজের সময় সাতক্ষীরা সদরে পানিতে ডুবে আবু বক্কর নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১শে মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর হাজিপুর পূর্বপাড়া গ্রামের ইরফান আলীর একমাত্র ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সকালে শিশু আবু বক্কর নতুন পোশাক পরে বাবা ইরফান আলীর সঙ্গে ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদগাহে বসা অবস্থায় সে কান্নাকাটি করায় তার বাবা তাকে তার পাশে পর্দার আড়ালে থাকা মায়ের কাছে রেখে আসেন। নামাজরত অবস্থায় মায়ের কাছ থেকে শিশুটি উঠে যায়। নামাজের পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনসাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন