ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

গুজরাটে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১

গুজরাটে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের বনাসকণ্ঠ জেলায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। এছাড়া ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে গুদামটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের একাংশ ভেঙে পড়ে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।গুদামটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি ও মজুত রাখা হচ্ছিল বলে অভিযোগ আছে। ঘটনাস্থলে কারখানার শ্রমিকরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ওই গুদামের একটা অংশে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে থাকতেন।

বানাসকণ্ঠ জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের ওই কর্মকর্তা বলেন, ভবনের একটি স্ল্যাব ধসে পড়ায় মৃত্যু হয়েছে এত মানুষের। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে জানা গেছে, বাজি তৈরির কাজ চলার সময়ই বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার সময় ঠিক কতজন উপস্থিত ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া জানা যায়নি।এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাহোরে পথে উড়াল দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ 

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

কখনো ৪০-৫০ হাজার টাকার শাড়ি কিনে পরিনি : রুনা লায়লা

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

বাটলার তান্ডবে বেঙ্গালুরুর প্রথম হার