ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ

সংগৃহীত,ইউনূস-মোদী বৈঠকের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফর ও বিমসটেক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো সাইড লাইন বৈঠক হওয়ার কথা আছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ বলেন, আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে, বৈঠকটি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংকক যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তার মানে আগামী চেয়ারম্যানশিপ অব বিমসটেক অর্পিত হবে আমাদের প্রধান উপদেষ্টার হাতে এবং বিমসটেক পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেক-এর বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরশুদিন ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার

সালমানের ‘সিকান্দার’ এর ছন্দপতন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বিএসএফ’র রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

হারের পর প্রতিপক্ষ কোচের নাক টেনে ধরলেন মরিনহো

নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, আটক ১৬ কিশোর গ্যাং সদস্য