ভিডিও শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই হাঙ্গেরিতে নেতানিয়াহু

গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই হাঙ্গেরিতে নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই অবশেষে হাঙ্গেরিতে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরের দিকে রাজধানী বুদাপেস্টের বিমানবন্দরে নেতানিয়াহুর অবতরণের তথ্য নিশ্চিত করেছেন হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ সজালে-বব্রোভনিস্কি।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর শুরু করার সঙ্গে সঙ্গে ফেসবুক পোস্টে ক্রিস্টফ লিখেছেন, ‘বুদাপেস্টে স্বাগতম, বেনিয়ামিন নেতানিয়াহু!’ আল জাজিরা বলছে, এই সফরে নেতানিয়াহুর সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। অবতরণের পর তাদের লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে হাঙ্গেরির সামরিক বাহিনী।

এর আগে গত বছরের নভেম্বরে গাজায় হামলার সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হাঙ্গেরি আইসিসি সদস্যভুক্ত দেশ হওয়ায় আদালতের এই নির্দেশনা মানা আবশ্যক ছিল। অবশ্য গত বছরই হাঙ্গেরির প্রধামন্ত্রী ভিক্টর অরবান গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি নেতানিয়াহুকে বুদাপেস্টে আমন্ত্রণও জানান।

আরও পড়ুন

এদিকে বৃহস্পতিবার নেতানিয়াহুর চারদিনের সফরের আগেই মঙ্গলবার এক বিবৃতিতে তাকে গ্রেপ্তারে হাঙ্গেরির প্রতি আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবে এ আহ্বানে সাড়া দেয়নি দেশটি। আদেশ অমান্য করায় হাঙ্গেরির প্রতি নিন্দাও জানিয়েছে খোদ আইসিসি। এছাড়া প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পক্ষ থেকে হাঙ্গেরিতে নেতানিয়াহুর আমন্ত্রণের প্রেক্ষিতে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ‘এই পদক্ষেপটি আইসিসিকে দুর্বল করার একটি কটূক্তিমূলক প্রচেষ্টা।’ খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য বাফুফে ক্যাম্পে দুই প্রবাসী 

বগুড়ায় সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

বগুড়ার কিছু অংশ জামালপুরে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে জরিমানা

নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে