গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্য দিনের বেলায় বাসার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চকগোবিন্দ পাঠানপাড়াস্থ নিজ বাড়ির সামরে থেকে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারি সাদ্দাম হোসেনের মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মোটরসাইকেল চুরির অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরও পড়ুনমন্তব্য করুন