ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক : তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম দেশীয় সিনেমা ‘ফাতিমা’। এটি গত বছরের ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে পুরস্কারও জিতে নেয় ছবিটি। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ডও জেতেন ফারিণ।
উৎসব আর প্রেক্ষাগৃহ ঘুরে সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান। তিনি বলেন, ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে, এতে দেশের বাইরে থাকা আমার বন্ধুদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।
সিনেমার গল্প এগিয়েছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হলে পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।
আরও পড়ুনছবিটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও অজানা কারণে তখন সেটি হয়নি।
মন্তব্য করুন