নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:১৩ রাত
বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে জনতার হামলায় ইজারাদারসহ আহত ৪: প্রাইভেট কার ভাংচুর

বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে জনতার হামলায় ইজারাদারসহ আহত ৪: প্রাইভেট কার ভাংচুর
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে এলাকাবাসির হামলার শিকার হয়েছেন আড়িয়াবাজার হাটের ইজারাদার ও বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত হোসেন (৪০) ও তার ৩ সহযোগি।
হামলার সময় শাহাদতের অব্যবহৃত প্রাইভেট কারটি ভাংচুর করে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা বাজারে।
আহতরা হলেন উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত হোসেন (৪০), একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইলাম (৪৫), কাটাবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ওয়াহিদ কুরাইশি মুরাদ (৪৫) এবং বামুনিয়া তালপুকুর গ্রামের আনোয়ার হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, আলু চাষি ও ব্যবসায়ীদের নিকট টোল আদায় করতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন সহযোগিসহ প্রাইভেট কার যোগে মানিকদিপা বাজারে যান ব্যবসায়ী শাহাদত হোসেন। সেখানে আলাপ-আলোচনার এক পর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বাজারের লোকজন ইজারাদার শাহাদত ও তার সহযোগিদের অবরুদ্ধ করে ফেলে।
মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়র পড়ে চারদিকে। উত্তেজিত জনতা ইজারাদার ও তার সহযোগিদের মারপিটে আহত করে এবং প্রাইভেট কারটি ভাংচুর করে।
শাজাহানপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেই সাথে ভাংচুরকৃত প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেয়।
ঘটনার বিষয়ে জানতে মুঠো ফোনে কল দেওয়া হলে ব্যবসায়ী শাহাদত হোসেনের ফোন বন্ধ পাওয়া যায়। শাজহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়। এ ঘটনা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন