ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

রাজধানীর উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৮ নং রেল গেইট ও কোটবাড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনাটি ঘটে। 

গত ১৭ এপ্রিল তাদের বিয়ে হয়। নিহতরা হলেন—স্বামী মাসুম মিয়া (২১) ও স্ত্রী ইতি খাতুন (১৯)।

প্রত্যক্ষদর্শী পথচারী আল ইসলাম জানান, তারা দুজন হাতে হাত ধরে রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে ফোনে সেলফি তুলছিলেন। সে সময়ে একটি ট্রেন কমলাপুরগামী ছিল, কিন্তু সে মুহুর্তে অপর দিকে টঙ্গী মুখী আরেকটি আসছিল। তারা খেয়াল করেত পারেনি। মুহুর্তে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন তারা।

ইতি খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত মাসুমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) জয়নাল আবেদীন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের স্বজনরা সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছেন। 

ইতির বাবা আব্দুস ছাত্তার জানান, এ মাসে ১৭ তারিখে তাদের বিয়ে হয়েছে। তারা গার্মেন্টেসে চাকরি করার উদ্দেশে টঙ্গী আব্দুল্লাহপুর এলাকায় উঠেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সারাদেশে বিক্ষোভ করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা

‘আত্মহত্যা’ করেছেন জুলাই আন্দোলনে ‘শহিদ’ জসীমের ধর্ষণের শিকার মেয়েটি

আজাদ কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ বন্যার নেপথ্যে যা জানা গেলো 

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি