ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশাচালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যাইনি। মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। একমাত্র যাত্রী এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।

আরও পড়ুন

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক বলেন, ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের সন্তানকে ফেলে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি

দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: আসিফ মাহমুদ

মৎস্য ঘাটের ইজারা বেড়ে দ্বিগুণ, মাছের দাম বাড়ার আশঙ্কা

চলন্ত প্রাইভেটকারে এসে ব্যাগের সাথে নারীকেও টেনে নিয়ে গেল ছিনতাইকারী!