আল্ট্রা স্লিম, আল্ট্রা পাওয়ারফুল – নতুন ভিভো ভি৫০ লাইট
_original_1745772370.jpg)
বর্তমান প্রজন্মে স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, বরং আত্মপ্রকাশের একটি মাধ্যমও বটে। এই চাহিদাকেই সামনে রেখে ভিভো এবার নিয়ে এসেছে তাদের ভি সিরিজের নতুন সদস্য – ভি৫০ লাইট। নতুন এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে আল্ট্রা স্লিম ডিজাইন, শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, চমৎকার পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা প্রযুক্তির নিখুঁত ভারসাম্য রেখে। স্লিম ডিজাইন বজায় রেখেও ফোনটির দারুণ পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই নজর কেড়েছে গ্রাহকদের। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের এ ফোনটি এতটাই পাতলা যা কল্পনার বাহিরে। ফোনটি হাতে নিলেই বোঝা যায় এটি কতটা আরামদায়ক। স্লিম হওয়ার পাশাপাশি আকর্ষণীয় ডিজাইনে ভিভো ভি৫০ লাইট নজর কাড়ে প্রথম দেখাতেই। এর হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম একটি লুক। অত্যন্ত সরু বেজেল, ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ও পো-লেড ২.৫ডি ফ্ল্যাট স্ক্রিনের কারণে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হয় আরও উপভোগ্য ও প্রাণবন্ত।
অবিশ্বাস্য হলেও সত্যি—এমন আল্ট্রা স্লিম ও হালকা ডিজাইনের ভেতরেই ফোনটিতে আছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। একবার চার্জেই এটি নিশ্চিত করে সারাদিনের ব্যবহার। আরও আছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ও রিভার্স চার্জিংয়ের সুবিধা। ফলে প্রয়োজন পড়বে না পাওয়ার ব্যাংকের। ভিভো ভি৫০ লাইট পাওয়া যাচ্ছে দুটি স্টাইলিশ রঙে – টাইটেনিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক। টাইটেনিয়াম গোল্ড রঙটি যেন মরুভূমির গোধূলির আলোর মত উষ্ণ আর দারুণ নান্দনিক।
এদিকে ফ্যান্টম ব্ল্যাক রঙটি যেন আভিজাত্যের প্রতিচ্ছবি। ফোনটিতে আছে আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে আর ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা গেমিং, স্ক্রলিং অথবা ভিডিও দেখাকে করে আরও স্মুথ। এছাড়াও চোখের সুরক্ষার জন্য এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন ও ব্লু লাইট ফিল্টার, যাতে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ না পড়ে। টেকসই ব্যবহারের দিকেও গুরুত্ব দিয়েছে ভিভো ভি৫০ লাইট। ফোনটিতে আছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও শক্তিশালী শিল্ড গ্লাস। এতে ফোনটির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ২০%। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় পানি ও ধুলাবালি থেকেই পাওয়া যাবে সুরক্ষা। আর স্মুথ পারফরম্যান্সের জন্য আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট প্রযুক্তির সমন্বয়ে এ ফোনের প্রতিটি ছবি হবে প্রফেশনাল মানের ও আরও জীবন্ত। এছাড়াও সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনসব মিলিয়ে, রুচি ও স্বাচ্ছন্দ্যের নিখুঁত সমন্বয়ের অভিজ্ঞতা দিতেই এসেছে ভিভো ভি৫০ লাইট। আকর্ষণীয় নতুন এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা।
মন্তব্য করুন