সাত বছর পর আজ আবারো দক্ষিণ কোরিয়া যাচ্ছেন প্রিয়াঙ্কা
_original_1746275677.jpg)
অভি মঈনুদ্দীন ঃ যে সময়টাতে মিডিয়াতে প্রিয়াঙ্কা জামান কাজ শুরু করেছিলেন সেই সময়টায় শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। হোক তা নাটকে অভিনয় কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা কিংবা মিউজিক ভিডিওতে কাজ করা।
শুরুতে এসেই তিনি বেশ আলোচনায় ছিলেন একের পর এক ভালো কাজের মধ্যদিয়ে। যে কারণে দেশে বিদেশে অনেক স্টেজ শোতেও তিনি অংশগ্রহন করেছেন। প্রিয়াঙ্কার ভাষ্যমতে আজ থেকে সাত বছর আগে তিনি দক্ষিণ কোরিয়াতেই প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন। এরপর তিনি একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চায়না’তে স্টেজ শোতে পারফর্ম করেন।
এদিকে আজ প্রিয়াঙ্কা আবারো দীর্ঘ সাত বছর পর দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন বলে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। আজ দিন পেরিয়ে রাত দুইটায় ক্যাথে প্যাসিফিক এয়ারে চড়ে দক্ষিন কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সেখানকার ইনসন এয়ারর্পোটের পাশেই ইনসন গ্র্যাণ্ড পার্কে আগামী ৫ মে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’।
দীর্ঘ সাত বছর পর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন বিধায় ভীষণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।
আরও পড়ুনপ্রিয়াঙ্কা জামান বলেন,‘ বিদেশ যাত্রাটা শুরু হয়েছিলো আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরো বহুদেশে শোতে গিয়েছি আমি। তবে খুউব ইচ্ছে ছিলো যেন আবার দক্ষিণ কোরিয়াতে শোতে যেতে পারি। সেই সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই এবারের পুরো বিষয়টা আমার জন্য একটু বেশিই চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ শোতে আমাকে পারফর্মও করতে হবে। যে কারণে বিগত বেশ কয়েকদিন উপস্থাপনার জন্য নানান বিষয়ে মগ্ন ছিলাম। আশা করছি পুরো আয়োজনটি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারবো।’
আগামী ৭ মেে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এদিকে প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা শিগগিরই শেষ হয়ে মুক্তি পাবে। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রনা’ ও মোহাম্ধসঢ়;দ আসলামের ‘তব্ধুসঢ়;ও প্রেম দামী’।
আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার। জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র সঙ্গেও একটি প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। আরিফিন রুমীর ‘এক পলকে’ গানেও মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আসিফ আকবরের ‘লুকোচুরি’ গানটি’সহ আরো চার পাঁচটি গানে মডেল হয়েছেন তিনি।
মন্তব্য করুন