ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপ নিয়ে শঙ্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বে এবার স্থগিত হতে পারে এশিয়া কাপ। যদিও এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও সময় চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে দেশটির সাবেক ক্রিকেটারদের পরামর্শ, টুর্নামন্টে বাতিল নয় বরং পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করুক বিসিসিআই। আর এই ইস্যুতে ধীরে চলো নীতিতেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পূর্বের সূচি অনুসারে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। শুরুতে যার স্বাগতিক ছিল ভারত। তবে আগেই বিসিসিআই জানিয়েছিল ভারতের মাটিতে হচ্ছে না এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশেষ প্রস্তুতিতে, যে টুর্নামেন্টেই দৃষ্টি ছিল দলগুলোর। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই’র এক পরিচালকের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, উদ্ভূত পরিস্থিততে স্থগিত হচ্ছে এশিয়া কাপ। তবে সেই কর্মকর্তা এও জানান, এই ইস্যুতে মন্তব্য করার সময় আসেনি এখনো। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এ মুহূর্তে এশিয়া কাপ সম্পর্কে মন্তব্য করার মতো পরিস্থিত হয়নি। তবে আমরা সমস্ত বিষয় বিবেচনা করে যথাযথ সিদ্ধান্তই নেবে। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। সবপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে ভারতীয় সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন ভিন্ন পরামর্শ। সুনীল গাভাস্কার এশিয়া কাপ বাতিলের বিপক্ষে। তিনি বলছেন, টুর্নামেন্টটি সময় মতোই আয়োজন করা উচিত, তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখেই। তবে বাস্তবতায়, ধোপে টিকবে না সেই মত। অবশ্য ওয়েট এন্ড সি, এই নীতিতেই আপাতত পিসিবি। এই ইস্যুতে কোনো মন্তব্য করছে না তারা।

আরও পড়ুন

এসিসি’র এবং বোর্ডগুলোর লভ্যাংশের বড় একটা অংশ আসে এশিয়া কাপ থেকে। এই টুর্নামেন্ট বাতিল হলে টান পড়বে এসিসি’র কোষাগারে। কারণ ব্রডকাস্টটারদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আবেদন। পূর্বের সূচি অনুসারে এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। যেখানে এ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী আমিরাত আর হংকং। আর গ্রুপ বি’তে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, আফগানিস্তান আর ওমানের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার নাস্তায় থাকুক মুচমুচে চিড়ার চপ

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর নির্মাণ শ্রমিক নিহত 

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১