বগুড়ার গাবতলীতে প্রবাসী স্ত্রীর ব্যাংক থেকে প্রতারক চক্র হাতিয়ে নিলো ৫০ হাজার টাকা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভেতর থেকে এক গ্রাহকের এক লাখ ৯ হাজার টাকার মধ্যে থেকে ৫০ হাজার টাকা তিন প্রতারক কৌশলে হাতিয়ে নিয়েছে। আজ রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তিনমাথা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট শাখা থেকে নেপালতলী ইউনিয়নের দক্ষিণ সরাতলী পাড়া গ্রামের সৌদি প্রবাসী ইপেল ফকিরের স্ত্রী মর্জিনা বেগম দুপুর সাড়ে ১২টায় টাকা তুলতে যান। মর্জিনা চেকের মাধ্যমে সৌদি প্রবাসী স্বামী ইপেল ফকিরের পাঠানো এক লাখ ৯ হাজার টাকা তুলে ব্যাংকের ভিতরেই ৫০ হাজারের টাকার এক বান্ডিল গননা করে তার ব্যাগের ভিতরে রাখেন।
এসময় ওই তিন প্রতারক এসে ব্যাংকের ভেতরে ঢুকেই মর্জিনাকে বলে আমার কাছে খুচরা ৫৯ হাজার টাকা আছে, তার মুখের সামনে তার টাকাগুলো ধরে। তখন মর্জিনার স্মৃতিশক্তি হারিয়ে গেলে প্রতারকরা কৌশলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর প্রতারক চক্র ব্যাংকের ক্যাশ থেকে কিছু টাকাও খুচরা করে বলে সিসি ফুটেজে দেখা যায়।
আরও পড়ুনপরে প্রতারকরা ব্যাংক থেকে বেরিয়ে যায়। তবে তারা ১০-১৫ মিনিট অবস্থান করেছিল। ১০ মিনিট পরই মর্জিনার স্মৃতিশক্তি স্বাভাবিক হলে ৫০ হাজার টাকা প্রতারক চক্র হাতে খোয়া গেছে বলে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মর্জিনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মন্তব্য করুন