ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো চেলসি

লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো চেলসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। অর্থাৎ লিগের বাকি ম্যাচগুলো তাদের কাছে নিয়মরক্ষার। যে কারণে গতকাল রোববার বেঞ্চে থাকা ফুটবলারদের বাজিয়ে দেখতে চেলসির বিপক্ষে মাঠে নামিয়েছিলেন কোচ আর্নে স্লট।
তবে পরীক্ষা-নিরীক্ষা চলাতে গিয়ে ধাক্কাই খেয়েছেন স্লট। স্টামফোর্ড ব্রিজে রোববার চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক চেলসি। দুর্দান্ত জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ব্লুজরা। লিগ টেবিলে এখন পঞ্চম স্থানে আছে চেলসি। 

ম্যাচে চেলসির পক্ষে প্রথমার্ধে এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তৃতীয় মিনিটেই কোল পালমার পাস দেন পেদ্রো নেতোকে, যিনি কাট-ব্যাক করে বল বাড়ান এবং সেটি খুঁজে নেন একদম ফাঁকায় থাকা ফার্নান্দেজ। আর্জেন্টাইন মিডফিল্ডার নিচু শটে বল জালে পাঠান। চেলসির দ্বিতীয় গোলেও পালমারের বড় ভূমিকা ছিল। তিনি লিভারপুলের বক্সে বল পাঠান। সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করেন লিভারপুল অধিনায়ক ভিরগিল ফন ডাইক। কিন্তু সতীর্থ কোয়ানসাহর শরীরে লেগে বল ঢুকে যায় নিজেদের জালে। অর্থাৎ লিভারপুলের আত্মঘাতী গোলে লিড ২-০ করে চেলসি। এরপর ৯৬ মিনিটে পেনাল্টি থেকে চেলসির হয়ে তৃতীয় গোল করেন পালমর। গেল জানুয়ারির পর এটিই তার প্রথম গোল। লিভারপুলের কোয়ানসাহ ফাউল করেন চেলসির ময়সেস কাইসেদোকে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
লিভারপুলের হয়ে ফন ডাইক ৮৪ মিনিটে কর্নার থেকে একটি গোল শোধ দেন। এই জয়ের ফলে চেলসি লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে এবং চতুর্থ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান শুধুমাত্র গোল সংখ্যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বগুড়াসহ ৮ অঞ্চলে ঝড়ের আভাস

 যানজট এড়াতে ডিএমপির ১০ নির্দেশনা, এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি-বাইক

ঝিনাইদহে মাদক মামলায়  দম্পতিকে আটক

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁদপুরে পিকআপ উল্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ