ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নতুন আক্রমণ শুরু করা হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তীব্র এই সামরিক অভিযান পরিচালনার জন্য গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরিত করা হবে বলেও জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৬ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

এতে বলা হয়, উপত্যকার কতটা অঞ্চল দখল করা হবে তা বিস্তারিতভাবে জানাননি তিনি। সোমবার (৫ মে) এক্স-এ প্রকাশিত হিব্রু ভাষার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের সুরক্ষার জন্যই স্থানান্তরিত করা হবে।’ এর আগে গাজায় অভিযান সম্প্রসারণ করতে তার নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দেয়।  

ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা গাজা আক্রমণ সম্প্রসারণ এবং বিধ্বস্ত ও ক্ষুধার্ত ছিটমহলে ত্রাণ সরবরাহের দায়িত্ব গ্রহণের পরিকল্পনা অনুমোদন করার পর এই মন্তব্য করেন নেতানিয়াহু। বার্তা সংস্থা নিউজওয়্যার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলেছে ইসরাইলের এই পরিকল্পনার মধ্যে রয়েছে ‘জয়’ অর্থাৎ সমগ্র গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল নেয়া। এদিকে, জিম্মি চুক্তির জন্য ‘সুযোগের একটি জানালা খুলতে’ আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানানো হয়।

আরও পড়ুন

নেতানিয়াহু সতর্ক করে বলেন, ‘যদি কোনো জিম্মি চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে সামরিক অভিযান শুরু হবে এবং এর সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহবিচ্ছেদের আগে যেসব লক্ষণ দেখা দেয় 

দিনাজপুরের ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি

রাস্তার পাশ থেকে স্কুটি নিয়ে গেল ষাঁড়!

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক