ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

আজ বিশ্ব গাধা দিবস

আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। মানব সমাজে গাধার প্রভাব উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে দিবসটি। গাধার গুরুত্ব এবং এই প্রাণির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন করা হয়।

পণ্য পরিবহণের ইতিহাসের সঙ্গে গাধার ইতিহাস গভীরভাবে জড়িত। মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাধার। এছাড়া নির্মাণকাজ, কৃষিকাজে গাধাকে যুগে যুগে কাজে লাগানো হয়েছে। চিড়িয়াখানাতেও দর্শনার্থীদের আকৃষ্ট করে থাকে গাধা। প্রতিবছর ৮ মে বিশ্ব প্রাণিটি সম্পর্কে তথ্য ছড়িয়ে দিয়ে তাদের রক্ষার জন্য কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। বিশ্ব গাধা দিবসে এই প্রাণীটির প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিষ্ময়কর প্রাণিটি যেন আমাদের গ্রহে বহু বছর ধরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সচেতন করে তোলে এ দিবস। 

আরও পড়ুন

যেসব সংস্থা ও এনজিও গাধার খাদ্য ও পরিচর্যা করে থাকে। তাদেরকে অর্থ সাহায্য দিতে পারেন। আর নিজে নিজেকে বলতে পারেন, এই প্রাণিটি আসলে বোকা নয়, প্রাণিটি সব মেনে নেয়, অক্লান্ত পরিশ্রম করে। গাধার প্রতি চিন্তা-ভাবনা পাল্টে নিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাবণ্য’র প্রবল ইচ্ছে

ভারতীয় ৫০ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের

কাঁচা আমের জুস

হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনামূলক বিজ্ঞাপন, ৫ দিনে ৫০ লাখের বেশী ভিউ

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

শুক্রবার হচ্ছে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষা