ছাত্রদল নেতা পিয়ালের উদ্যোগে
ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পিয়ালের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠান্ডা ও গরম পানির সিস্টেম সম্বলিত ২টি ফিল্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় এ ফিল্টারগুলো স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদ ও টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার।
আরও পড়ুনএছাড়াও ঢাবি শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক জোসেফ আল জোবায়ের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ রিজভী, মৈত্রী হল ছাত্রদলের নাদিরা শারমিন, মুহসিন হল ছাত্রদলের শিবলী রহমান পাভেল, সূর্যসেন হল ছাত্রদলের শাকিল আহাম্মেদ, মহসীন হল ছাত্রদলের মিলন মাহমুদ, হেলাল আহমেদ, সোহান,আনজির আব্দুল্লাহ, লেদার ইন্সটিটিউট ছাত্রদলের শাকিল সরকারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
মন্তব্য করুন