দীপ্ত স্টার হান্ট বিজয়ী হলেন মিষ্টি ও শাকিব

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (৯ মে) রাত ১০টায় দীপ্ত টিভিতে।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ এবং বরিশালের ছেলে শাকিব হোসেন। প্রতিযোগীতায় প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান।
দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ছিল টপ ছয় প্রতিযোগীর নাচ। কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ পরিবেশন করেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন রিয়েলিটি শোর সম্মানিত জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা। দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভি’র সিইও তাসনুভা আহমেদ টিনা, চলচিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং অন্যান্য অভিনয়শিল্পীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগীদের পরিবারের সদস্যগণ।
আরও পড়ুন‘দীপ্ত স্টার হান্ট’র বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
মন্তব্য করুন