ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বলিউডের তারকাদের নিয়ে যা বললেন গীতিকার জাভেদ আখতার

বলিউডের কিংবদন্তী গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার।ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: প্রায়ই স্পষ্ট কথা বলে আলোচনায় আসেন বলিউডের কিংবদন্তী গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার। চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও স্পষ্ট মতামত তো তোলেনই, দেশের রাজনীতি বা প্রশাসনের বিরোধিতা করতেও ভাবেননা। কেন ভারত সরকারের বিরুদ্ধে বলিউডের বড় তারকারা নীরব রয়েছেন, তা নিয়ে এবার মন্তব্য করলেন এই শিল্পী।সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সরকারের বিরুদ্ধে কিছু বলে না? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘বড় শিল্পপতিরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেন?’

জাভেদের বক্তব্য, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু বলিউডে তার অভাব রয়েছে। প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সমস্যা রয়েছে বলে মত বর্ষীয়ান গীতিকারের।জাভেদ আখতার বলেন, ‘এটা কিছুই না, ওরা তো খুব বিখ্যাত, কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন কিছুই না। একজন মধ্যবিত্ত শিল্পপতি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের পকেটস্থ করতে পারেন। বড় লোকেদের মধ্যে কে কথা বলে? যাদের টাকা আছে তাদের কেউ কি আছেন যিনি কথা বলছেন? কেউ নয়।’বলিউডের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন গীতিকার। মেরিল নিজেও আমেরিকার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাই জাভেদ বলেন, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী বিবৃতি দিয়েছিলেন। তারপরেও তার বাড়িতে আয়কর দপ্তর থেকে হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা কি সত্যিই রয়েছে? সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনাচিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআই-এর ভয়ও থাকবে। এতে আসলে অনেকেরই অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেজেট প্রকাশ করলেই আ’লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন : সিইসি

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!

লিভারপুলকে তাদের মাঠে জিততে দেয়নি আর্সেনাল

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আ’লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে : মির্জা আব্বাস