ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পর্দা উঠছে কান’র, স্বর্ণপামের জন্য প্রথমবার লড়বে বাংলাদেশ

পর্দা উঠছে কান’র, স্বর্ণপামের জন্য প্রথমবার লড়বে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক :  আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।

কান উৎসব নিয়ে বাংলাদেশে মাতামাতিও কম নয়। যদিও এর উল্লেখযোগ্য কারণ তেমন থাকে না। শুধু ২০২১ সালে আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’-এর সিলেকশন। তবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি পুরস্কার জিততে পারেনি। এবার সত্যিকার অর্থেই কান নিয়ে মাতামাতির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। কারণ প্রথমবার স্বর্ণপামের লড়াইয়ে বাংলাদেশ। কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা ‘আলী’। কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে ‘আলী’ লড়বে পাম দ’র বা স্বর্ণপামের জন্য। এবার কান উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থপনায় আদনান ও তার সতীর্থরা উপস্থিত থাকবেন উৎসবে। ছবিটি প্রদর্শিত হবে ২৩ মে সকাল ১১টায় (সাল দুবুসি) ও দুপুর ১টায় (সাল বাজিন)। এ ছাড়া কান’র বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেবে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’।

আরও পড়ুন

এবার কান’র জুরি টিমে আছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন আটজন। সবচেয়ে বড় চমক পায়েল কাপাডিয়া। গত বছর এই ভারতীয় নির্মাতার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রাঁ প্রি জিতেছিল। এছাড়া আছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। আরও আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোড-আনলোডের শ্রমিক সরবারহের জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন 

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্রে অনিয়ম; দুদকের অভিযান

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪

আসছে এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’

চট্টগ্রামে আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার