ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর পোস্টার প্রকাশ, যা জানা গেল

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয় ২০২২ সালে। কিছুদিন আগে জানা গিয়েছিল, সিজন ৫ আসছে খুব শিগগির। এবার নির্মাতাও সেই সুখবর দিয়েছেন।

দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যেখানে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর (মিশু সাব্বির)। এরপরই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কী ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ থাকছেন না মিশু সাব্বির? বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি সংবাদ মাধ্যমে জানান মিশু সাব্বির থাকছেন কিনা।

অমির কথায়, ‘মিশু তো বর্তমানে কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে, এমনও কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিওকলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।’ এই নির্মাতা বললেন, ‘অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।’

আরও পড়ুন

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা  

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু