ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ মে) এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিনিশ পুলিশ।

ঘটনাটি ঘটে ফিনল্যান্ডের কাউত্তুয়া শহরের নিকটবর্তী জঙ্গলে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে ছিল ওহিকুলকুটি সড়ক থেকে প্রায় ৭০০ মিটার দূরে। ফিনল্যান্ডের জাতীয় তদন্ত ব্যুরোর ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জোহানেস সিরিলা জানান, হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি হেলিকপ্টারই এস্তোনিয়া থেকে উড্ডয়ন করেছিল। একটিতে তিনজন এবং অন্যটিতে দুইজন যাত্রী ছিলেন, যারা সবাই ব্যবসায়ী বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেনকে উদ্ধৃত করে ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি জানিয়েছে, তিনি অভিযানের সময় একটি হেলিকপ্টার, অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন। 

আরও পড়ুন

আরও জানা গেছে, একটি হেলিকপ্টার এস্তোনিয়ায় এবং অন্যটি অস্ট্রিয়ায় নিবন্ধিত ছিল। তবে উভয়টিই এস্তোনিয়ান কোম্পানির মালিকানাধীন। পোরি এভিয়েশন ক্লাবের সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি একটি শখের বিমান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা কর্মকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা

সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে

হঠাৎ গানের আড্ডায় নাইম

পঞ্চগড়ে ককটেল বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান আটক

একই রিয়েলিটি শো’র প্রতিযোগী থেকে এবার বিচারকের ভূমিকায় মেহজাবীন

ওরস্যালাইন -এন এখন নতুন প্যাকে "এসএমসি ওরস্যালাইন"