বগুড়ার কাহালুতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় বালতির পানিতে পড়ে সামিয়া নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৮ মে) সকাল আনুমানিক ১০টায় উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদারপাড়া গ্রামে। সামিয়া ওই গ্রামের মো.সাইদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে তার মা মারিয়া খাতুন বাথরুমে ছিল। এ সময় সামিয়া পাশের একটি ঘরে খেলা করার সময় তার একটি খেলনা ওই ঘরের মধ্যে থাকা পানি ভর্তি একটি বড় প্লাষ্টিকের বালতির মধ্যে পড়ে যায়। এরপর শিশু সামিরা বালতির মধ্যে হতে খেলনাটি তুলতে গেলে বালতির পানিতে পড়ে মারা যায়।
আরও পড়ুনএদিকে সামিয়ার কোন সাড়া কোন শব্দ না পেয়ে মা মারিয়া তাকে খুঁজতে এসে দেখে তার মেয়ে বালতির পানিতে পড়ে মারা গেছে।
মন্তব্য করুন