ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী!

বিনোদন ডেস্ক : নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। ‘নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেপ্তারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল।
রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল। তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকী অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পীই এখন গ্রেপ্তার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে। এর আগে ভারতের ‘টিভি নাইন বাংলা’-এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে।
আরও পড়ুনঅন্যদিকে, একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনও ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা। অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। অভিনেতার ‘হাওয়া’, ‘তুফান’ যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, তেমনই সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী।
মন্তব্য করুন