বোর্নমাউথকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আরও কাছে সিটি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান তারকা সেই ক্ষণটা স্মরণীয় করে রাখতে না পারলেও তার দল ঠিকই বিদায়ী উপহার দিয়েছে জয়ে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে তারা। যে জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও জোরালো করেছে সিটি।
প্রিমিয়ার লিগ টেবিলে ওমার মারমুশ, বের্নার্ডো সিলভা ও নিকো গঞ্জালেজের গোল তিনে তুলেছে তাদের। রবিবার বাকি শেষ রাউন্ডের ম্যাচ। অবশ্য খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মাতেও কোভাচিচের লাল কার্ড বোর্নমাউথের মাঝে আশার সঞ্চার করেছিল। কিন্তু মিনিটখানেক বাদে তাদের লুইস কুক লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দশ জনের দলে পরিণত হয় বোর্নমাউথও। শেষ দিকে সিটির উদযাপনের আরও উপলক্ষ ছিল। ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরের পর প্রথমবার খেলতে নেমেছিলেন। হাঁটুর ইনজুরি থেকে ফিরে বদলি হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সিটির এই জয়ের অর্থ দাঁড়াচ্ছে ফুলহ্যামের মাঠে শেষ দিনে একটি পয়েন্ট পেলেই শীর্ষ পাঁচ নিশ্চিত তাদের।
এফএ কাপের ফাইনালে পরাজয়ের ধাক্কার পর এমন ম্যাচে সিটিকে জেগে উঠতেই হতো। কারণ, কেভিন ডি ব্রুইনা। খেলা শুরুর আগে ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে এই বেলজিয়ানের নামে একটি মোজাইক সড়কের উন্মোচন করেছে তারা। তার পর তো ঘরের মাঠ থেকে তাকে বিদায় জানাতে দর্শকরা হাজির হয় বড় ব্যানার নিয়ে। তাতে লেখা ছিল ‘কিং কেভ’। তার পর খেলা শুরু হলে ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন মারমুশ। তার পর গোলের কাছে চলে গিয়েছিলেন ব্রুইনাও। কিন্তু দুর্ভাগ্য তার শট নিয়ে আঘাত করে ক্রসবারে। তার পর ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। ৮৯ মিনিটে তৃতীয় গোলটি করেন গঞ্জালেজ। অবশ্য শেষ দিকে যোগ হওয়া সময়ে একটি সান্ত্বনাসূচক গোলে একটি শোধ দেয় বোর্নমাউথ। জাল কাঁপান ড্যান জেবিসন।
মন্তব্য করুন