ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

হারকে ‘জীবনেরই অংশ’ বললেন লিটন

হারকে ‘জীবনেরই অংশ’ বললেন লিটন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষরক্ষা হলো না বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে দুইশ’র বেশি রান করেও হেরে যায় টাইগাররা, আর তৃতীয় ম্যাচে ৭ উইকেটে সিরিজই হাতছাড়া হলো লিটনদের ।

এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে সিরিজ হারল বাংলাদেশ। ২০২৪ সালের এই একই দিনে, ২১ মে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল টাইগাররা। এবার সেই হতাশার পুনরাবৃত্তি ঘটল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ লিটন দাস বলেন, ‘নিশ্চয়ই, এটা আমাদের প্রত্যাশার মতো হয়নি। বিশেষত, যখন আপনি সব সময় জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন, তখন এমন ফল হতাশাজনক। তবে এটা জীবনেরই অংশ। ক্রিকেট খেলার সময় কখনো কখনো বিপক্ষ দল সত্যিই ভালো খেলে, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত।’

তিনি আরো যোগ করেন, ‘আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল ছিল। এই উইকেট ও কন্ডিশনে আমরা যেটা আশা করি, পারফরম্যান্স তার অনেক নিচে ছিল। গত তিনটি ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি এবং শিশির ছিল ম্যাচের বড় ফ্যাক্টর।’ তবে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক তুলে ধরেন লিটন, ‘পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় এবং জাকির কিছু ম্যাচে ভালো খেলেছে। মাঝের ওভারে কিছু বোলারও ভালো বল করেছে। তবে এখনো আমাদের অনেক শেখার দরকার এবং মাঠে সেই শিক্ষা কাজে লাগাতে হবে।’ 

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করে লিটন বলেন, ‘তারা আজ দারুণ খেলেছে, বিশেষ করে প্রথম ইনিংসে অসাধারণ বল করেছে। ব্যাটিংয়ে শিশির তাদের পক্ষে গেলেও, তারা মিডল অর্ডারে মোটেই ঘাবড়ে যায়নি। তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রংপুরে টানা বৃষ্টিতে কৃষকের রঙিন স্বপ্ন পানির নিচে 

এবার যুক্তরাজ্যের রেইনড্যান্স উৎসবে মেহজাবীনের ‘সাবা’

দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই : হাসনাত

রাবির সাবেক উপ-উপাচার্য আনন্দ কুমার সাহার বিরুদ্ধে বিস্ফোরক মামলা