ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি

ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আজ ভোরে মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলে এটা ইয়েমেনের হুথি যোদ্ধাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে সামরিক বাহিনী এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তারা বলেছে যে, বিমান হামলার নীতি অনুসারে সতর্কতা জারি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসে এ নিয়ে চারবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এর আগে গত সোমবার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং গত বৃহস্পতিবার আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৪ মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করে।

আরও পড়ুন

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির সাবেক উপ-উপাচার্য আনন্দ কুমার সাহার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

সিরাজগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

অপহরণের পর স্কুলছাত্রীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ৪

বগুড়ার আদমদীঘিতে পুলিশের গাড়ির শব্দ পেয়ে গরু রেখেই পালালো চোরের দল

কারিকুলাম পরিবর্তন করে শিক্ষাব্যবস্থা থেকে বৈষম্য দূর করতে হবে -জিএম সিরাজ