ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ 

সংগৃহিত,আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ 

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। 

গত বৃহস্পতিবার ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

জানা যায়, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। সেই অভিশপ্ত দিনে লিঙ্কনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়।

আরও পড়ুন

ওই রাতে তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তার ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআর ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

৪৩তম বিসিএসের তৃতীয় গেজেটে আবারও বাদ পড়লেন ৬৫ জন

নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি : গভর্নর

২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আর কোনও ক্লাবের কোচ হবেন না আনচেলত্তি!

অবিশ্বাস্য গোলে লিগ শিরোপা নাপোলি’র