আয়োজিত হল। র্যাংগস "ঈদ উৎসব কুরবানী অফার" ক্যাম্পেইন এর র্যাফেল ড্র এবং রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান

র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ১লা মে, ২০২৫ তারিখে "ঈদ উৎসব কুরবানী অফার" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ঊগও এবং ফ্রি গিফট সহ অন্যান্য অফার। সাথে সাথে ক্যাম্পেইনের শুরু থেকে যে সকল কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাদের মধ্যে থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী পাবেন র্যাংগস ইলেকট্রনিক্স এর নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর।
এ সপ্তাহের বিজয়ীরা হলেন:
র. মোঃ শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ার্লপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
রর. মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
ররর. সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
রা. মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস সোনারতরী শোরুম, গ্রাউন্ড ফ্লোর, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা তে মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ তারিখে এই র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। বিজয়ীদের জন্য থাকছে র্যাংগস ইলেকট্রনিক্স এর নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর। বিজয়ীদেরকে আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে তাদের গিফট হ্যান্ডওভার করা হবে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারম্যান, মিসেস সাচিমি হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর সম্মানিত ব্রাঞ্চ হেড, মিঃ রিকি লুকাস যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মন্তব্য করুন