ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

দিনাজপুরের হিলিতে স্মার্টকার্ড জটিলতায় টিসিবি বঞ্চিত ৫ হাজার পরিবার

দিনাজপুরের হিলিতে স্মার্টকার্ড জটিলতায় টিসিবি বঞ্চিত ৫ হাজার পরিবার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র স্মার্ট কার্ড না থাকায় গত ৪ মাস থেকে দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলায় ৫ হাজার সুবিধাভোগী পাচ্ছেন না টিসিবি পণ্য। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে কর্তৃপক্ষ বলছেন, ভোক্তাদের যাচাই বাছাই শেষে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। সরাসরি টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। বঞ্চিতরা আগামী অর্থ বছরে পেতে পারে।

উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ১০ হাজার ৫৭১ জন ফ্যামেলি কার্ডের কার্ড ধারী রয়েছেন। তার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৫ হাজার ৫৪০ জন। এখনো স্মার্ট কার্ড পাননি ৫ হাজার ৩১ জন। এর মধ্যে শুধু পৌর সভায় ১ হাজার ৩৮৫ জন স্মার্ট কার্ড পায়নি।

এছাড়াও ১ নং খট্টামাধবপাড়া ১ হাজার ৯৩৭ জন, ২ নং বোয়লাদাড় ইউনিয়নে ৫০৪  জন ও ৩ নং আলীহাট ইউনিয়নে ১ হাজার ২০৫ জন সুবিধা ভোগী স্মার্ট কার্ড পায়নি। ফলে তারা কিনতে পারছেননা স্বল্পমূল্যে টিসিবি পণ্য।

পৌর সভার ৯ নং ওয়ার্ড বাসিন্দা শাহানাজ পারভিন জানান, স্মার্ট কার্ড না থাকায় গত ৪ মাস থেকে তিনি  টিসিবি পণ্য কিনতে পারছেন না। প্রতিবার ভ্যান ভাড়া দিয়ে টিসিবি পণ্য কিনতে যান। কিন্তু স্মার্ট কার্ড না থাকায় খালি হাতে বাসায় ফিরে যেতে হয়।

আরও পড়ুন

সিটিবি ডিলার আলম হোসেন জানান, আগে স্মার্ট কার্ড না থাকলেও সুবিধাভোগীদের জাতীয় পরিচয় পত্রের ফটো কপি জমা নিয়ে টিসিবি পণ্য দিয়েছি। কিন্তু গত দু’মাস আগে টিসিবি কর্তৃপক্ষ শুধুমাত্র এক্টিভ কার্ড গুলো (স্মার্ট কার্ড) গুলোর বিপরীতে টিসিবি পণ্য বিক্রি করে বাকি মালামাল পরবর্তী মাসের জন্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। তাই এক্টিভ কার্ড ছাড়া কোন পণ্য বিক্রি করা যাচ্ছেনা।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় জানান, বঞ্চিতদের তথ্য হালনাগাদ করে টিসিবি ওয়েভ সাইডে আবেদন করা হয়েছে। এখনো এপ্রোভাল (অনুমোদন) হয়নি। আগামী অর্থ বছরে টিসিবি কর্তৃপক্ষ নতুন করে কার্ড বিতরণ করবেন। আশা করি তখন তারা স্মার্ট কার্ড পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্য তেলের মাধ্যমে ভিটামিন এ নিশ্চিত করতে সরকার কাজ করছে : যুগ্ম সচিব শ্রাবস্তি রায়

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক

বগুড়ার কাহালুতে ছাত্র শিবিরের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার কাহালু বাজারে কীট নাশক ওষুধের দোকানে চুরির মামলায় একজন গ্রেফতার

চার দফা দাবিতে রংপুর চেম্বারসহ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান