ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই মোদী সরকারের

আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই মোদী সরকারের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারত ক্রিকেট দলের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এ সিরিজের সূচি প্রকাশিত হয়েছে দুই মাস আগে। কিন্তু দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বিবিসি বাংলা জানিয়েছে, ‘রাজনৈতিক কারণে’ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে এ কথা জানান।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাবেক সামরিক কর্মকর্তার ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তখনকার ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে লেখা হয়, ‘সফরটি (এফটিপি) সূচির অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না-ও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

আরও পড়ুন

মে মাসেই টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সফরের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। এরপর গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পূর্বনির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে চাইছেন। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চলছে। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেন আমিনুল। তিনি আরও জানান, ভারত যদি আগস্টে সফরে আসতে না পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে। তবে বর্তমান অনিশ্চয়তার নির্দিষ্ট কোনো কারণ তখন জানাতে পারেননি আমিনুল।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে। তবে বাস্তবতা বলছে, যদি আগস্টে ভারতের ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসে, তাহলে এ বছর পরবর্তী সময়ে তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ নেই। সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে, আয়ারল্যান্ড আসবে নভেম্বরে। বিপিএলের জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাস রাখা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২