‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ দর্শকদের সামনে ডিগবাজি দিয়ে কিংবা জামা খুলে উল্লাস করে সংবাদের শিরোনাম হয়েছেন জায়েদ খান। বৈষম্যবিরোধী আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন অভিনেতা। ফেরার নাম নেই। গত ঈদে গণমাধ্যমকে জানিয়েছিলেন নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে ফিরবেন। ফিরেছেনও নতুন পরিচয়ে।
নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে। প্রথম পর্বটি প্রচার হবে ৪ জুলাই শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম পর্বে জায়েদের গেস্ট হিসেবে থাকছেন অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানটি সেদিন বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে।
স্বদেশ ও প্রবাসী—দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন।
আরও পড়ুনঅনুষ্ঠানটি নিয়ে ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীনের ভাষ্য, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে সঙ্গে পেয়ে আমরা গর্বিত।’
একই দিনে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’একই দিনে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’
ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এ থাকবে পরিচিত মুখদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডা, ভাবনার খোরাক জাগানো গল্প এবং নতুন প্রজন্মের প্রতিভাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।
মন্তব্য করুন