ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (২ জুলাই ২০২৫) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তার স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রাহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স-এর ডীন প্রফেসর শহীদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল, ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী, অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসাইন।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবন গঠনের ক্ষেত্রে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়। এটি একান্তভাবে মানুষ গড়ার পাঠশালা। এখান থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা যেন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে।’ তিনি বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতের প্রতিযোগিতাপূর্ণ জগতে আত্মবিশ্বাস নিয়ে পথ চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের আগামীর পথচলায় সাফল্য ও কল্যাণ কামনা করেন। এরপর বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও স্বাক্ষরপত্র তুলে দেওয়া হয়। পূর্বে অনুষ্ঠিত ইনডোর গেমস ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি, নজরুলগীতি এবং নৃত্যসহ নানা আয়োজনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের

বগুড়া থিয়েটার পরিবার ঢাকার পরিচালনা পর্ষদ গঠন

ভবিষ্যতে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না: আসাদুজ্জামান রিপন

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী নারী শ্রমিক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ৭১৫ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, যৌথ বাহিনীর অভিযান