মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
আজ শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবি জানিয়েছে, আটকরা বিভিন্ন সময় কাজের উদ্দেশে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
আরও পড়ুন৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, তাদেরকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন