ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

জাতীয় দলে আরও অলরাউন্ডার চান সাইফউদ্দিন

জাতীয় দলে আরও অলরাউন্ডার চান সাইফউদ্দিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে দীর্ঘ ১৩ মাস পর ডাক পেয়েছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। আজ সোমবার (৭ জুলাই) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। 
সাইফউদ্দিন বলেন, ‘প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।’ অনুশীলন ক্যাম্পে কী কাজ করেছেন সেটি জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ-এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।’

পরে ইংল্যান্ড জাতীয় দলের উদাহরণ টেনে সাইফউদ্দিন বলেন, ‘তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোটো একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

থ্রেডস অ্যাপে মেসেজিং সুবিধা আনলো মেটা

কাঠবাদাম যেভাবে খেলে শরীরে আসে দ্বিগুণ উপকার

বগুড়ার সোনাতলায় স্ত্রীর মারপিটে স্বামী হাসপাতালে

ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যায় চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান