ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কায়  দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টি ঘর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরে হলেন-ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)। আহতরা হলেন-নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর এলাকার আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও মেয়ে ফাতেমা (৯)। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, আজ রোববার দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারী আসার পথে ভূরুঙ্গামারী টু স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অটোচালক বানু মিয়াসহ আরো দুই যাত্রীকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় চালক বানু মিয়া মারা যান। 

আরও পড়ুন

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটোচালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যেসব ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দেশে প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন হচ্ছে সোমবার

তিন ছবির অপেক্ষায় বুবলী