ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

আল নাসর ছাড়লেন রোনালদোদের কোচ

আল নাসর ছাড়লেন রোনালদোদের কোচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমেই সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন স্টিফানো পিওলি। তার অধীনে সৌদি প্রো লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে আল নাসরে এক মৌসুম কাটানোর পর নিজের সাবেক ক্লাব ফিওরেন্টিনায় ফিরে এসেছেন এই ইতালিয়ান কোচ। 

৫৯ বছর বয়সী পিওলি ৩ বছরের চুক্তিতে ফিওরেন্টিনায় সতীর্থ রাফায়েল পালাডিনোর স্থলাভিষিক্ত হলেন। জুনে সবাইকে হতবাক করে পালাডিনো পদত্যাগ করেছিলেন। অথচ এর মাত্র কয়েক সপ্তাহ আগে ২০২৭ সাল পর্যন্ত তিনি ফিওরেন্টিনার সাথে চুক্তি নবায়ন করেছিলেন। ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘ফিওরেন্টিনা তার প্রথম দলের নতুন কোচ হিসেবে স্টিফানো পিওলির নাম ঘোষণা করছে। ১৯৮৯-৯৫ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে পিওলি এই ক্লাবের বেগুনি জার্সি পড়েছেন। এছাড়া ২০১৭-১৯ সাল পর্যন্ত ফ্লোরেন্সের দলটির কোচিং করিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত পিওলি ফিওরেন্টিনাতে থাকবেন।’ 

ফিওরেন্টিনা প্রেসিডেন্ট রকো কোমিসো বলেন, ‘আমি খুবই খুশি যে স্তেফানো পিওলি এখন ফিওরেন্টিনার প্রথম দলের কোচ। প্রথমবার কথা বলার পর থেকেই আমি একজন মানুষকে পেয়েছি যার অসাধারণ মানবিক মূল্যবোধ রয়েছে, যিনি এই ক্লাব এবং শহরের জন্য সব কিছু করতে প্রস্তুত। তিনি এই জায়গা খুব ভালোভাবে চেনেন এবং এর সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।’

আরও পড়ুন

পিওলি এক সময় ফিওরেন্টিনার ডিফেন্ডার ছিলেন এবং ১৯৮৯ থেকে ১৯৯৫ সালের মধ্যে ক্লাবটির হয়ে ১৫৬টি ম্যাচ খেলেন। পরবর্তীতে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিওরেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। কোচিং ক্যারিয়ারে পিওলি বোলোনিয়া, ইন্টার মিলান, ফিওরেন্টিনা ছাড়াও পাঁচ বছর এসি মিলানের দায়িত্ব পালন করেছেন। ফিওরেন্টিনা ছেড়ে ২০১৯ সালে এসি মিলানের কোচ হন এবং সেখানে চার বছর অর্ধেক সময় কাটিয়ে ২০২১-২২ সেরিআ শিরোপা জেতান। তারপর তিনি সৌদি আরবে আল-নাসরে যোগ দেন।  খবর : বিবিসি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

দাপুটে জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ জন, প্রার্থী চূড়ান্ত জামায়াতের

টিএমএসএস বায়ো-মলিকুলার ল্যাব দেশের প্রথম পূর্ণাঙ্গ জেনেটিক ল্যাব

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার