ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ০৬:১৮ বিকাল

প্রফেসর এম আর কবিরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য পদে যোগ দান  

শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক নেতৃত্বে  ৪৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দেশের প্রখ্যাত অধ্যাপক ড. এম আর কবির আজ ১০ জুলাই ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য পদে যোগদান করেছেন। ডিআইইউ বোর্ড অব ট্রাস্টি একই দিনে তার যোগদান গ্রহণ করেছে। ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ড. এম আর কবিরকে পরবর্তী চার বছরের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োদ প্রদান করা  হয়। 

এর আগে তিনি ২০২১ সালের জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিআইইউতে যোগদানের আগে তিনি টানা চার মেয়াদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. এম আর কবির বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক থাকাকালীন প্রাথমিক অবসর গ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেটের সদস্য এবং ২০১৬ সাল থেকে তিনি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর সদস্য। তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (আইডিিব্লউএফএম)-এর বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন ভিজিটিং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং স্কলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি (টিইউ ডেলফ্ট) এর সাথে সম্পৃক্ত ছিলেন। 

তিনি ১৯৮০ সালে ভারতের রুরকি বিশ্ববিদ্যালয় (বর্তমানে আইআইটি রুরকি) থেকে ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ স্নাতক এবং ১৯৮৪ সালে বুয়েট থেকে বিজ্ঞানে (পানি সম্পদ প্রকৌশল) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে ইউনেস্কো ফেলোশিপের মাধ্যমে ভারতের মাদ্রাজের আন্না বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা (পানিবিদ্যা এবং পানি সম্পদ প্রকৌশল) সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ লুভেন (কটখ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন। 

আরও পড়ুন

সুদীর্ঘ কর্মজীবনে ডঃ এম আর কবির অসংখ্য প্রকল্প ও থিসিসের উপর ব্যাপক গবেষণা এবং তত্ত্বাবধান করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, সম্মেলনের কার্যবিবরণী এবং প্রতিবেদনে ৪৯টি প্রযুক্তিগত প্রকাশনা লিখেছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অসাধারণ কর্মক্ষমতা এবং অবদানের জন্য তিনি ২০১৫-২০১৭, ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ পর্যন্ত টানা তিন মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয় সমিতির (অটঅচ) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান নিযুক্ত ছিলেন। তিনি ইঅঊঞঊ, ওঊই-এর কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (ছঅঈ) এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তিনি ২০১১ সালে ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স ইন এডুকেশন (ডঈঞছঊঊ) থেকে 'কোয়ালিটি লিডারশিপ অ্যাওয়ার্ড' এবং ২০১২ সালে মালয়েশিয়ার পেনাং-এর ঊউঝ বিজনেস স্কুল থেকে ‘'অনুকরণীয় নেতৃত্ব পুরস্কার’ ( দঊীবসঢ়ষধৎু খবধফবৎংযরঢ় অধিৎফ’)' অর্ঝন করেন। 

পারিবারিক জীবনে তিনি ফারহানা হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার একছেলে ও এক নাতনী রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত