ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গাজা ফেরত আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা

গাজা ফেরত আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে সোমবার (১৪ জুলাই) ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর : টিআরটি ওয়ার্ড।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সেনাবাহিনী কেবল জানায়, এ ঘটনার তদন্ত শুরু করেছে সামরিক পুলিশ। স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, আত্মহত্যাকারী ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যা। এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করে এবং আরেকজনকে সামরিক ঘাঁটি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেনাবাহিনীর মধ্যে একের পর এক এমন আত্মহত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে, বিশেষ করে রাজনৈতিক মহল ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

আরও পড়ুন

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এক্স-এ দেওয়া পোস্টে বলেন, গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছে। এটি এক দমবন্ধ করা বাস্তবতা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত বছরের শেষার্ধে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই সেনাদের মানসিক চাপ বাড়তে থাকে, যার ফলে আত্মহত্যার হারও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

চাঁপাইনবাবঞ্জের নাচোলে ভটভটি উল্টে চালক নিহত

প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শান্তির হ্যাটট্রিকে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

ভারতীয় গ্রাহকদের জন্য মডেল ওয়াই