ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

দিনাজপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আরজু বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনীর নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজু বেগম মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আত্মীয় স্বজনরা এসে পরিবারের সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি (অব্যবহৃত) রুমে গিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে পড়েন। সবশেষ শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার