বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিল না নেতানিয়াহু। আর এ সময়েই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সে রাতে হঠাৎ অসুস্থ বোধ করে। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করে। চিকিৎসকেরা জানায়, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে সে পানিশূন্যতায় ভুগছে এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন দিন সে বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন৭৫ বছর বয়সি নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছে। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এর আগে একই বছর তাকে পানিশূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানায়। ২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এবছর মার্চ মাসেই সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েক দিন কাজ থেকে বিরত ছিল ।খবর : টাইমস অব ইসরাইল।
মন্তব্য করুন