ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বোনকে হত্যার ঘটনায় ভাই ও ভাবি আটক

বোনকে হত্যার ঘটনায় ভাই ও ভাবি আটক

যশোরে বোনকে হত্যার ঘটনায় সেই ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল।

পিবিআই জানায়, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সাথে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন

এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে আটক করে। পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

বগুড়ার শিবগঞ্জে আবারও দুই জনের আত্মহত্যা

পাবনার ফরিদপুরে চায়না জাল তৈরি ও বিপনন করায় ৫ জনের জেল-জরিমানা 

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার দাবিদার দুইজন পাঁচ দিনের রিমান্ডে

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ