নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই, ২০২৫, ০৮:১৪ রাত
রোববার খুলছে না মাইলস্টোন, সিদ্ধান্ত সোমবার

রবিবার খুলছে না মাইলস্টোন, সিদ্ধান্ত সোমবার
বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে বন্ধ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি আরও দুই দিন বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে আগামীকাল (রোববার) থেকে শিক্ষা কার্যক্রম চলার কথা ছিল।
আজ শনিবার (২৬ জুলাই) স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত সোমবার জানানো হবে।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোনের একটি ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই শিশু। আর আহত হয়েছেন দেড় শতাধিক। মর্মান্তিক এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাশ শুরু করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানান, রোববার থেকে ক্লাশ শুরু হচ্ছে না। প্রথম তিন দিন ছুটি ঘোষণা হয়েছিল, পরে তা আরও দুই দিন বাড়ানো হয়েছে। রোববার ও সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। খোলার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।
মন্তব্য করুন