ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

‘আমায় ঠকাইলে’ গানেও প্রশংসিত, অভিনয়েও দুর্দান্ত বেলী আফরোজ

বেলী আফরোজ ।ছবি ঃ তালহা মোস্তফা

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বেলী আফরোজ। বছরজুড়েই স্টেজ শো’তে তিনি দেশে বিদেশে বেশ ব্যস্ত থাকেন। তবে শুধু স্টেজ শো নিয়েই যে তিনি ব্যস্ত থাকেন এমনটা নয়। নিজের মৌলিক গান প্রকাশেও তিনি সচেতন। যখন যার সাথে দ্বৈত গান করার প্রবল আগ্রহ জন্মায় তিনি তার সাধ্যে থেকে সেই চেষ্টা চালিয়ে যান এবং তিনি সফলও হন। যেমন বেলী আফরোজের ইচ্ছে ছিলো উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর সঙ্গে গান গাইবার। তার সেই ইচ্ছে পূরণও হয়েছে।

২০২৩ সালেই ‘বেলী আফরোজ’ ইউটিউব চ্য্যানেলে কুমার শানুর সঙ্গে পল্লব গৌতমের লেখা ও সুরে ‘কখনো আবার একসাথে’ গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর পল্লব গৌতমের। এই গানটি প্রকাশের পরও বেলী আফরোজ বেশ ভালো সাড়া পেয়েছিলেন। কিছুদিন আগেই বেলী আফরোজের কন্ঠে ‘আমায় ঠকাইলে’ শিরোনামের নতুন আরেকটি মৌলিক গান প্রকাশিত হয়েছে।

গানটি লিখেছেন এধার রাব্বি, ইফতেখারুল এহতেশাম লেলিন। গানটি ‘বেলী আফরোজ’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল এবং এর পাশাপাশি দেশে বিদেশে একাধিক মিউজিক প্লাটফরমে শোনা যাচ্ছে। এই গানটি প্রকাশের পর গায়িকা হিসেবে সাড়া পাওয়ার পাশাপাশি বিশেষত পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছেন।

আরও পড়ুন

বেলী আফরোজ বলেন,‘ শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই আমি চেষ্টা করি মৌলিক গান প্রকাশের। আমায় ঠকাইলে গানের কথা আমার কাছে বেশি ভালোলাগেছে। সুরটাও আমার মন কেড়েছে। ভিডিওটি নির্মাণে যাবার আগে যখন গল্পটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটি মিউজিক ভিডিওতে আমার সেরা পারফর্ম্যান্সটাই দিতে হবে। আমিতো আসলে গায়িকা, অভিনেত্রী নই। কিন্তু তারপরও এই গানের মিউজিক ভিডিওতে আমি পাগলী চরিত্রে মন দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও আমি চেয়েছি সবমিলিয়ে যেন মিউজিক ভিডিওটা ভালো হয়, শ্রোতা দর্শকেরও যেন ভালোলাগে। গানটি প্রকাশের পর গানের জন্য যেমন সাড়া পাচ্ছি, বিশেষত পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি। এমন অনেকে মেয়েই জানিয়েছেন যে তাদের নিজের জীবনের সাথে এই মিউজিক ভিডিওর গল্পটা মিলেগেেেছ। এখানেই শিল্পী হিসেবে আমার স্বার্থকতা।’

বেলী আফরোজের কন্ঠে শ্রোতাপ্রিয় গানগুলো হচ্ছে ‘বেদেও মেয়ে জোছনা রিটার্নস’,‘ তুমি আমার ভালোবাসা’,‘ ভালো থাকুক মন’,‘ বাবুজি’, ‘কালার বাঁশি’,‘ হায়রে হায়রে’ ইত্যাদি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু