নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই, ২০২৫, ১০:৩০ রাত
পিএসসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ঢাবি শিক্ষার্থীরা

পিএসসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। দুটি মূল দাবির ভিত্তিতে এ সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তৃতার মাধ্যমে আল্টিমেটাম ঘোষণা করা হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন: *"জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার", "চব্বিশের অঙ্গীকার, পিএসসি সংস্কার", "পিএসসি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না"*—যার মধ্য দিয়ে তাদের প্রতিবাদের ভাষা ও লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে।
শিক্ষার্থীদের প্রধান দুটি দাবি:
১. বিসিএসসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।
২. পিএসসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ৪৪তম বিসিএস পরীক্ষার একজন প্রার্থী সিরাজুল সালেহীন সমাবেশে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, “এই দুইটি দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নিতে হবে। তা না হলে আমরা অবরোধ, ঘেরাও, ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে পিএসসি ও সচিবালয় ঘেরাও করব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, “গত ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগকরণ করা হয়েছে। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়াই ছিল মূল লক্ষ্য। আজ আবারো সেই ষড়যন্ত্র চোখে পড়ছে।”*আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা ফিরিয়ে আনার লক্ষ্যে। তবে এখন পর্যন্ত পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মন্তব্য করুন