ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার বিতর্ককে কেন্দ্র করে প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব হাফিজুর রহমানকে অপমান করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়, যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। হাফিজুর রহমান বাশবাড়িয়া ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সভাপতিদের মধ্যে থেকে বক্তব্য দেয়ার জন্য অনুষ্ঠানের আয়োজকরা তাকে মঞ্চে বসান।

জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মো. উমর ফারুক, সহকারী পরিচালক মো. আলমাছ উদ্দিন, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

দীর্ঘ প্রায় পাঁচ দশকের জনসেবায় সক্রিয় সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজুর রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তবে, কিছুক্ষণ পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে তাকে মঞ্চ ত্যাগ করে দর্শক সারির একদম পেছনে বসানো হয়। ঘটনাটি তার সামাজিক মর্যাদার পরিপ্রেক্ষিতে বিশাল বিতর্ক সৃষ্টি করে।

আরও পড়ুন

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, একজন সম্মানিত নেতাকে এমনভাবে অপমান করা অত্যন্ত দুঃখজনক। এটা রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। বিষয়টির সমাধান করা হয়েছে। বাগাতিপাড়ার এই ঘটনাটি নতুন করে স্থানীয় রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামি : দেশজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

জুলাই আন্দোলনে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

 রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক