ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

সংগৃহিত,ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

ঢাবি প্রতিনিধি : পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিবিএ প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। এতে দেখা যায়, বেনজীর আহমেদ ভর্তির আবেদনপত্রে অসত্য তথ্য দিয়েছেন এবং শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় ৫০ শতাংশ নম্বর অর্জন করতে পারেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে ভর্তির মৌলিক শর্ত শিথিল করে তাকে সুযোগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সিন্ডিকেট সভায় ডিগ্রি স্থগিতের সিদ্ধান্তের পাশাপাশি পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কমিটির আহ্বায়ক এবং রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ সদস্য সচিব। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ডিবিএ ডিগ্রি অর্জনের পর থেকেই বেনজীর ‘ড. বেনজীর আহমেদ’ নামে পরিচিত হন। তবে এখন সেই পরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু