ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ফিরে দেখা: ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় নয়

ফিরে দেখা: ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় নয়, ছবি: সংগৃহীত।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। আজ ২ আগস্ট। ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকাকালে ২৮ জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন, সেটা স্বেচ্ছায় দেননি। তারা বলেন, ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।হাজারো মানুষের স্লোগানে মুখর ‘দ্রোহযাত্রা’য় গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতার করা শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার ঘটনায় তৎকালীন সরকারের পদত্যাগ দাবি করা হয়। দ্রোহযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, শিল্পী, আইনজীবী, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত হন।

এ দিন মোবাইল ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ২ আগস্ট দুপুর ১২টার কিছু পর বন্ধ করে দেওয়া হয়। ফেসবুক ও মেসেঞ্জার সচল হয় সন্ধ্যা ৭টার পর। তবে টেলিগ্রাম চালু হয় না তখনও। সরকারি একটি সংস্থা ফেসবুক, মেসেঞ্জার ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বন্ধের নির্দেশ দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে ২ আগস্ট রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত পাঁচ জেলায় সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন একজন শ্রমিক ও খুলনায় পিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হন। এসব ঘটনায় আহত হয় অন্তত ৩৭০ জন।

আরও পড়ুন

এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার !

মাইকেল জ্যাকসনের নোংরা মোজার দাম ৮ হাজার ডলার

তেলআবিবকে ‘ভুতুড়ে শহর’ বানিয়ে দেওয়ার হুমকি

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

সাবা-বাঁধনের দ্বন্দ্বকে ‘ড্রামাবাজি’ বললেন অরুণা বিশ্বাস